Category List

All products

All category

BN

Groplaza


গ্ৰীনশপ বা GreenShop এর শর্তাবলী:


সর্বশেষ আপডেট: 2025-01-01

গুরুত্বপুর্ন- আমাদের যেকোন সার্ভিস, প্রোডাক্ট, সফটওয়ার বা সেবা ব্যাবহার কিংবা ক্রয় করার পূর্বে কাইন্ডলি এই টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নেয়ার অনুরোধ রইলো। আমাদের সার্ভিস ব্যাবহার করার মানেই হলো আপনি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নিয়েছেন এবং এতে সম্মত আছেন। কিন্তু, আপনি যদি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলোতে সম্মত না থাকেন, তাহলে আমাদের সার্ভিস ব্যাবহার না করাটাই শ্রেয়। এটি GreenShop এবং আপনার মধ্যকার End-User লাইসেন্স এগ্রিমেন্ট, যাতে লাইসেন্সর বা আমরা হচ্ছি GreenShop এবং আপনি হচ্ছেন গ্রাহক কিংবা কাস্টমার, আমাদের ওয়েবসাইট ভিজিট এবং অথবা আমাদের কাছ থেকে কোন প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে আপনি আমাদের ওয়েবসাইটের একজন ইউজার হলেন এবং আমাদের সার্ভিসের সাথে সংযুক্ত হলেন এবং আমাদের “Terms of Service”, “Terms of use” অথবা “Terms” এর সাথে সম্মতি পোষন করলেন। এই টার্মস এবং কন্ডিশন গুলো সকল ওয়েবসাইট ইউজার, যারা ব্রাউজ করছেন, ভেন্ডর, কাস্টমার, মার্চেন্টস, এফিলিয়েট প্রোগ্রামার এবং কন্টেন্ট কন্ট্রিবিউটরদের জন্য প্রয়োজনে যে কোন সময় আপনি এই পেজটি ভিজিট করার মাধ্যমে আমাদের আপডেটেড টার্মস এবং কন্ডিশন গুলো সম্পর্কে পড়তে এবং জানতে পারবেন। তাই, আমাদের টার্মস এন্ড কন্ডিশনের নতুন ফিচার, নতুন যোগ কিংবা নতুন সেকশনে ও আপনি সম্মত আছেন বলে ধরে নেয়া হবে।



সাধারন কন্ডিশন

প্রোডাক্ট প্রাইস এবং প্রোডাক্ট স্টক যেকোন প্রোডাক্ট এর প্রাইস এবং প্রোডাক্ট টি এভেইলেবল আছে কি না সেটা পুরোপুরি নির্ভর করে প্রোডাক্ট এর স্টক এর ওপর। যদি কোন প্রোডাক্ট বা সার্ভিস এভেইলেবল না থাকে তাহলে GreenShop যত দ্রুত সম্ভব আপনাকে জানাবে এবং সিমিলার বা অলটারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করবে অথবা এডভান্স পেমেন্ট করা থাকলে সেটা রিফান্ড পলিসি অনুযায়ী রিফান্ড করবে। আমাদের রিফান্ড পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে রিফান্ড পলিসি সেকশন দেখে নিতে পারেন।আমাদের ওয়েবসাইট ( https://greenshop.com.bd/ ) ভিজিট করার মাধ্যমে বা ওয়েবসাইট থেকে কিছু ক্রয় করার মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে ব্যাবসার ধরন, প্রাকৃতিক অবস্থা কিংবা বৈশ্বিক অবস্থার, ইনকামিং স্টক বা সোল্ড আউট হবার কারনে অর্ডার প্লেস করার পরও প্রোডাক্ট স্টক না থাকার কারনে কাস্টমারকে সিমিলার কিংবা অল্টারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করা হতে পারে অথবা পুরো অর্ডারটিই ক্যান্সেল করা হতে পারে আমাদের সাইটের যেকোন প্রোডাক্ট এর প্রাইস কোন প্রকার নোটিফিকেশন ছাড়াই বা বার্তা ছাড়াই পরিবর্তন হতে পারে। আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের সাইটের প্রাইস গুলো সঠিক রাখতে, কিন্তু সময়ের সাথে সাথে দাম পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে অর্ডার ডেলিভারিতে পাঠানোর আগেই আপনাকে জানানো হবে এবং আপনি চাইলে অর্ডারটা নিতে পারেন কিংবা ক্যান্সেল ও করতে পারেন। GreenShop  যেকোন সময় যেকোন সার্ভিস বা অফার বা ডেলিভারি বন্ধ করা, পরিবর্তন কিংবা পরিবর্ধন করার অধিকার রাখে। GreenShop আপনি বা অন্য কারো কাছে এসব পরিবর্তনের জন্য দায়বদ্ধ থাকবে না।



প্রোডাক্টস

আমাদের সকল প্রোডাক্ট GreenShop এর মাধ্যমে অনলাইনে এভেইলেবল রয়েছে। প্রোডাক্ট গুলোর পরিমান সীমিত সংখ্যক ও হতে পারে, তাই রিটার্ন এবং এক্সচেঞ্জ সুবিধা কেবল আমাদের Return Policy অনুযায়ী প্রসেস করা  হবে। GreenShop সর্বাত্মক চেষ্টা করে সাইটের সকল প্রোডাক্ট এর কালার, সাইজ বা অন্য কোন ভেরিয়েশন থাকলে তা সঠিকভাবে ওয়েবসাইটে দেখানোর জন্য কিংবা বর্ণনা করার জন্য এবং সিলেকশনের অপশন দেয়ার। তারপর ও ইউজারের ডিভাইস সেটিংস, ডিভাইস মডেল, ও এস রিজিয়ন কিংবা কালার ক্যালিব্রেশন এর জন্য প্রোডাক্ট এর কালার কিংবা সাইজ ভিন্ন দেখা যেতে পারে। তাই GreenShop নিশ্চয়তা দিতে পারেনা যে প্রোডাক্ট বাস্তবে দেখতে হুবহু সাইটে দেখানো প্রোডাক্ট এর ছবির মত হবে। যদি কোন প্রোডাক্ট ওয়েবসাইটের বর্ননার সাথে না মিলে, এক্ষেত্রে আপনি চাইলে প্রোডাক্ট টি অব্যাবহৃত অবস্থায় আমাদের Return and Replacement Policy অনুযায়ী রিটার্ন করতে পারেন। তাছাড়া, যেকোন প্রোডাক্ট এর স্টক কে সীমিত করার, নোটিফিকেশন ছাড়াই প্রাইস কিংবা বর্ণনা পরিবর্তন করার অধিকার আমরা সংরক্ষন করি।



বিলিং এবং একাউন্ট

ইনফরমেশন সঠিক দেয়া আমাদের কাছে প্লেস করা আপনার যেকোন অর্ডার আমরা প্রত্যাখ্যান করা, যেকোন অর্ডার, প্রি-অর্ডার এ প্রোডাক্ট সংখ্যা সীমিত বা ক্যান্সেল করার অধিকার রাখি। এই বাধ্যবাধকতাটি সেইম একাউন্ট, সেইম বিলিং এড্রেস, সেইম পেমেন্ট একাউন্ট, এবং সেইম শিপিং এড্রেস হলেও কার্যকর হতে পারে। যেকোন অর্ডার ক্যান্সেল, প্রোডাক্ট পরিমান সীমিতকরণ, প্রোডাক্ট পরিমান ক্যান্সেল করার ক্ষেত্রে আমরা প্লেস করা অর্ডার ইনফরমেশনে থাকা কন্টাক্ট নাম্বার অথবা মেইল এড্রেস এর মাধ্যমে কাস্টমারের সাথে যোগাযোগ করার সর্বাত্মক চেষ্টা করবো। কোন স্পেশাল অফারের ক্ষেত্রে, আমাদের জাজমেন্টের মাধ্যমে আমরা যদি মনে করি যে, কোন ডিলার, ডিস্ট্রিবিউটর বা রিসেলার অর্ডার করেছেন, সেই অর্ডার ক্যান্সেল করার ও অধিকার রাখি আমরা। একজন ওয়েবসাইট ইউজার কিংবা ক্রেতা হিসেবে আমাদের কাছ থেকে প্রতিটা অর্ডারে আপনি আপনার সম্পূর্ন সঠিক একাউন্ট ইনফরমেশন আমাদেরকে প্রদান করতে সম্মতি প্রকাশ করছেন। এছাড়া ও ক্রেতা হিসেবে প্রতিনিয়ত আপনি আপনার একাউন্ট ইনফরমেশন, মেইল এড্রেস, কন্টাক্ট নাম্বার এবং পেমেন্ট একাউন্ট ডিটেইলস আপডেট করতে সম্মতি প্রকাশ করছেন, যাতে করে আমরা আপনার ট্রাঞ্জেকশন সম্পন্ন করতে পারি এবং প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করে দ্রুত প্রোডাক্ট বা সেবা প্রদান করতে পারএকটা ফোন নাম্বার বা মেইল এড্রেস অথবা একাউন্ট ইনফরমেশন দিয়ে কাস্টমার একাধিক একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেনা। যদি কোনভাবে করতে সক্ষমও হন, আমাদের অফার, ডিস্কাউন্ট, ডিলস, কুপন কিংবা আকস্মিক অফার একের অধিক নিতে পারবেন না এবং সাবমিট করা অর্ডার ক্যান্সেল হতে পারে।



ডিসকাউন্ট

কুপন কোড, প্রমো কোড, ডিস্কাউন্ট অফার, বা সাইনআপ অফার মুলত প্রোডাক্ট এর সাধারন প্রাইস কে কমিয়ে দেয়। ডিসকাউন্ট কুপন, গিফট কার্ড এর অর্ডার সাকসেস হবার পর সেটা আর রিফান্ড, রিটার্ন অথবা এক্সেঞ্জ হবেনা। এই পলিসি অনুযায়ী সেইম ফোন নাম্বার বা মেইল এড্রেস দিয়ে ক্রিয়েট করা কোন কাস্টমার একের অধিকবার ডিস্কাউন্ট বা অফার নিতে পারবেন না। প্রমোশনাল এসএমএস কিংবা অফারের ব্যানারের কন্টেন্টে শুধুমাত্র অফারের মেইন কন্টেন্ট লিখা থাকবে, বিস্তারিত টার্মস এবং কন্ডিশুন গুলো ওয়েবসাইটে উল্লেখ থাকে, তাই অফার নেয়ার আগে টার্মস গুলো দেখ নেয়ার সুযোগ রয়েছে। GreenShop কোন প্রকার পূর্ব অবগতি ছাড়াই যেকোন অফার যেকোন সময় সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করার অধিকার আমরা রাখি।



থার্ড পার্টি লিংক

বেস্ট কাস্টমার সার্ভিস দেয়ার জন্য কিছু কিছু সার্ভিস আছে যেগুলো আমরা প্রোভাইড করলেও কিছু ক্ষেত্রে থার্ড পার্টি সার্ভিস এর সেবা থাকতে পারে। যেসব ক্ষেত্রে আমরা থার্ড পার্টি প্রোভাইডরের লিংক প্রোভাইড করি, সেসব ক্ষেত্রে লিংক প্রবেশের মাধ্যমের আপনি থার্ড পার্টি ওয়েবসাইটে যাবেন, যাদের সাথে আমরা এফিলিয়েটেড না। এসব থার্ডপার্টি ওয়েবসাইট লিংক ব্যাবহার করে সার্ভিস ব্যাবহার গ্রহন করলে, সেক্ষেত্রে কোন সমস্যা হলে সেই দায়ভার GreenShop থার্ড পার্টি এই ওয়েবসাইট গুলো থেকে কোন ড্যামেজ প্রোডাক্ট, সার্ভিস, রিসোর্স, কন্টেন্ট কিংবা ট্রাঞ্জেকশন এর মাধ্যমে ক্ষতিগ্রস্থ হলে সেই দায়ভার GreenShop নিবেনা। থার্ডপার্টি থেকে কোন প্রোডাক্ট নেয়ার আগে কিংবা ট্রানজেকশন করার আগে তাদের পলিসি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়ার পরামর্শ থাকল। থার্ডপার্টি থেকে নেয়া যেকোন প্রোডাক্ট রিলেটেড কমপ্লেইন, ক্লেইম, কিংবা প্রশ্ন থার্ডপার্টিদের কে করতে হবে।



ভুল ইনফরমেশন এবং ত্রুটি

অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ওয়েবসাইটে এমন কিছু প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ভুল তথ্য থাকতে পারে। যেমন, টাইপিং ভুল, ভুল ইনফরমেশন অথবা ত্রুটি, যা যেকোন প্রোডাক্ট এর বিস্তারিত, মূল্য, প্রমোশন, অফার বা প্রোডাক্ট ডেলিভারি চার্জ কিংবা প্রোডাক্ট স্টক সম্পর্কে হতে পারে। তাই পূর্ব ঘোষনা ছাড়াই এধরনের ভুল ইনফরেশন কারেক্ট করার বা প্রয়োজনে পরিবর্তন করার অধিকার আমাদের রয়েছে। ভুলে কোন প্রোডাক্ট এর দাম অস্বাভাবিকভাবে কমে গেলে এবং সেই প্রোডাক্ট এর অর্ডার করলেও সেই অর্ডার ক্যান্সেল করা হতে পারে। যেমন ১২০০ টাকার প্রোডাক্টের প্রাইস যদি ভুলে ১২.০০ হয়ে যায় এমন ক্ষেত্রে পেমেন্ট করা অর্ডারও ক্যান্সেল করে রিফান্ড করা হতে পারে।



অর্ডার ক্যান্সেল

GreenShop সব সময়ই অরিজিনাল এবং অথেনটিক প্রোডাক্ট বিক্রয় করে। তাই, যেকোন প্রোডাক্ট অথরাইজড ভেন্ডর থেকে রিসিভ করে ডেলিভারির আগে কোয়ালিটি চেক করা হয়। তাই, কোন প্রোডাক্ট এর কোয়ালিটি চেক করার পর প্রোডাক্ট এ কোন সমস্যা থাকলে GreenShop সেই অর্ডার ক্যান্সেল করার অধিকার রাখে। কারন, আমরা চেষ্টা করছি আমাদের গ্রাহকদেরকে বেস্ট শপিং এক্সপেরিয়েন্স প্রদান করার। এছাড়া ও কোন প্রোডাক্ট স্টক না থাকলে কিংবা স্টক আউট হয়ে গেলেও GreenShop সেই অর্ডার টি ক্যান্সেল করার অধিকার রাখে। কারন, কিছু কিছু কারনে প্রোডাক্ট স্টক আগে থেকে বোঝা যায়না। যেমন, অপ্রত্যাশিত ইনভেন্টরি সমস্যা, ওয়েবসাইট ম্যানেজমেন্ট সমস্যা, ভেন্ডর স্টক আপডেট সমস্যা বা অপ্রত্যাশিত অন্য কোন সমস্যা বা হঠাত কোন প্রোডাক্ট এর চাহিদা বেড়ে গিয়ে স্টক আউট হয়ে গেলে এবং কোন অতিরিক্ত অর্ডার থাকলে তা ক্যান্সেল এবং রিফান্ড করসেকশন। GreenShop তার গ্রাহকদের কাছে মানসম্পন্ন এবং খাঁটি পণ্য সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। তাই, GreenShop  সর্বদা অনুমোদিত বিক্রেতাদের কাছ থেকে অর্ডারকৃত পণ্য পাওয়ার পর গুণমান নিয়ন্ত্রণ পরীক্ষা চালায়। GreenShop অর্ডারকৃত পণ্যের গুণমান নিয়ন্ত্রণ চেক থেকে কোনো মানের সমস্যা খুঁজে পাওয়ার পর গ্রাহকের যেকোনো অর্ডার বাতিল করার সমস্ত অধিকার সংরক্ষণ করে, কারণ আমরা আমাদের গ্রাহকদের সেরা অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা দিতে চাই। অর্ডারকৃত পণ্যটি অনুপলব্ধ হলে বা স্টকের বাইরে থাকলে যে কোনো অর্ডার বাতিল করার সব অধিকার GreenShop সংরক্ষণ করে। পণ্যের অনুপলব্ধতা ওয়েবসাইট দ্বারা পূর্বনির্ধারিত বা ভবিষ্যদ্বাণী করা যায় না, এটি অনিবার্য ইনভেন্টরি ম্যানেজমেন্ট সমস্যা, ওয়েবসাইট ম্যানেজমেন্ট সমস্যা, বিক্রেতা স্টক আপডেট সমস্যা বা অন্য কোন অপ্রত্যাশিত কারণে।



নিষিদ্ধ ব্যবহার

পরিষেবার শর্তাবলীতে উল্লিখিত অন্যান্য নিষেধাজ্ঞাগুলি ছাড়াও, আপনি ওয়েবসাইট বা এর বিষয়বস্তু ব্যবহার করা নিষিদ্ধ:

(ক) কোন বেআইনী উদ্দেশ্যে।

(খ) অন্যদেরকে কোনো বেআইনি কাজ সম্পাদন বা অংশগ্রহণের জন্য অনুরোধ করা।

(গ) কোনো আন্তর্জাতিক, ফেডারেল, প্রাদেশিক বা জাতীয় প্রবিধান, নিয়ম, আইন, বা স্থানীয় অধ্যাদেশ লঙ্ঘন করা।

(ঘ) আমাদের মেধা সম্পত্তি অধিকার বা অন্যের মেধা সম্পত্তি অধিকার লঙ্ঘন বা লঙ্ঘন করা।

(ঙ) লিঙ্গ, যৌন অভিযোজন, ধর্ম, জাতিসত্তা, জাতি, বয়স, জাতীয় উত্স, বা অক্ষমতার ভিত্তিতে হয়রানি, অপমান, অপমান, ক্ষতি, মানহানি, অপবাদ, অপমান, ভীতি প্রদর্শন বা বৈষম্য করা।

(চ) মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দাখিল করা।

(ছ) আপলোড বা সংক্রমণ বা ভাইরাস বা অন্য কোনো ধরনের দূষিত কোড যা পরিষেবার কার্যকারিতা বা কার্যকারিতা বা কোনো সম্পর্কিত ওয়েবসাইট, অন্যান্য ওয়েবসাইট বা ইন্টারনেটকে প্রভাবিত করবে এমন কোনো উপায়ে ব্যবহার করা যেতে পারে।

(জ) অন্যের ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা ট্র্যাক করা।

(ঝ) স্প্যাম, ফিশ, ফার্ম, অজুহাত, মাকড়সার হামাগুড়ি বা স্ক্র্যাপ করা।

(ঞ) কোন অশ্লীল বা অনৈতিক উদ্দেশ্যে।

(ট) পরিষেবার নিরাপত্তা বৈশিষ্ট্য বা কোনো সম্পর্কিত ওয়েবসাইট, অন্যান্য ওয়েবসাইট বা ইন্টারনেটে হস্তক্ষেপ করা বা বাধা দেওয়া।



আমরা আপনার পরিষেবা বা কোনও সম্পর্কিত ওয়েবসাইট ব্যবহার বন্ধ করার অধিকার সংরক্ষণ করি যে কোনও নিষিদ্ধ ব্যবহার লঙ্ঘনের জন্য।



ওয়্যারেন্টি অস্বীকৃতি; দায়বদ্ধতার সীমাবদ্ধতা

আমরা গ্যারান্টি দিই না, প্রতিনিধিত্ব করি বা ওয়ারেন্টি দিই না যে আমাদের পরিষেবার আপনার ব্যবহার নিরবচ্ছিন্ন, সময়োপযোগী, নিরাপদ বা ত্রুটি-মুক্ত হবে। পরিষেবার ব্যবহার থেকে প্রাপ্ত ত্রুটি থেকে মুক্ত হতে পারে এমন ফলাফলগুলি সঠিক বা নির্ভরযোগ্য হবে বলে আমরা নিশ্চয়তা দিই না। ব্যবহারকারীকে অবশ্যই বুঝতে হবে যে, সময়ে সময়ে আমরা অনির্দিষ্ট সময়ের জন্য পরিষেবাটি সরিয়ে ফেলতে পারি বা যে কোনও সময়ে, বিভিন্ন পরিস্থিতিতে, আপনাকে পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই পরিষেবাটি বাতিল করতে পারি৷ আপনি স্পষ্টভাবে সম্মত হন যে আপনার পরিষেবাটি ব্যবহার বা ব্যবহারে অক্ষমতা শুধুমাত্র আপনার ঝুঁকি। পরিষেবা এবং পরিষেবার মাধ্যমে আপনাকে সরবরাহ করা সমস্ত পণ্য এবং পরিষেবাগুলি (আমাদের দ্বারা স্পষ্টভাবে বলা ছাড়া) আপনার ব্যবহারের জন্য 'যেমন আছে' এবং 'যেমন উপলব্ধ' প্রদান করা হয়, কোনো প্রতিনিধিত্ব, ওয়ারেন্টি বা কোনো ধরনের শর্ত ছাড়াই, প্রকাশ বা অন্তর্নিহিত, সমস্ত অন্তর্নিহিত ওয়ারেন্টি বা ব্যবসায়িকতার শর্তাবলী, ব্যবসায়িক গুণমান, একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ফিটনেস, স্থায়িত্ব, শিরোনাম এবং অ লঙ্ঘন। কোনো অবস্থাতেই GreenShop, আমাদের পরিচালক, কর্মকর্তা, কর্মচারী, সহযোগী, এজেন্ট, ঠিকাদার, ইন্টার্ন, সরবরাহকারী, বিক্রেতা, সেবা প্রদানকারী বা লাইসেন্সদাতারা কোনো আঘাত, ক্ষতি, দাবি বা কোনো প্রত্যক্ষ, পরোক্ষ, আনুষঙ্গিক, শাস্তিমূলক, বিশেষ, বা ফলস্বরূপ যে কোনো ধরনের ক্ষতি, যার মধ্যে সীমাবদ্ধতা ছাড়াই, হারানো লাভ, হারানো রাজস্ব, হারিয়ে যাওয়া সঞ্চয়, ডেটার ক্ষতি, প্রতিস্থাপনের খরচ, বা অনুরূপ কোনো ক্ষতি, চুক্তির ভিত্তিতে হোক না কেন, নির্যাতন (অবহেলা সহ), কঠোর দায় বা অন্যথায় , আপনার যেকোনও পরিষেবা বা পরিষেবা ব্যবহার করে সংগৃহীত যে কোনও পণ্যের ব্যবহার থেকে উদ্ভূত, অথবা পরিষেবা বা কোনও পণ্যের আপনার ব্যবহারের সাথে সম্পর্কিত অন্য কোনও দাবির জন্য, যেকোনও ত্রুটি বা বাদ দেওয়া সহ, কিন্তু সীমাবদ্ধ নয় বিষয়বস্তু, বা পরিষেবার ব্যবহারের ফলে যে কোনও ধরণের ক্ষতি বা ক্ষতি বা কোনও সামগ্রী (বা পণ্য) পোস্ট করা, প্রেরণ করা বা অন্যভাবে পরিষেবার মাধ্যমে উপলব্ধ করা হয়েছে, এমনকি যদি তাদের সম্ভাবনার পরামর্শ দেওয়া হয়। এটাও উল্লেখ করা আবশ্যক যে তোফা বাংলাদেশের বেশিরভাগ পণ্যের ওয়ারেন্টি রয়েছে, ব্যবহারকারী সরাসরি যে কোনো ব্র্যান্ড অনুমোদিত সার্ভিসিং পয়েন্টে GreenShop মাধ্যমেও ওয়ারেন্টি পেতে পারেন। যাইহোক, প্রত্যক্ষ বা পরোক্ষ যাই হোক না কেন কোন আঘাত, ক্ষতি বা ক্ষতির ফলে পণ্যের যেকোন ব্যবহার, সার্ভিসিং সুবিধা প্রদানের জন্য GreenShop দায়বদ্ধ করবে না, তবে এই ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ ব্যবহার এবং এর ফলাফলগুলি কভার বা সমর্থিত নয়। ওয়ারেন্টির সাথে থাকা পণ্যগুলির অধীনে বিধান দ্বারা।

আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।



ক্ষতিপূরণ

ওয়েবসাইট এবং এর পরিষেবাগুলির ব্যবহারকারী হিসাবে, আপনি ক্ষতিপূরণ দিতে, রক্ষা করতে এবং GreenShop কে ক্ষতিকর এবং আমাদের পিতামাতা, সহযোগী সংস্থা, সহযোগী, অংশীদার, কর্মকর্তা, পরিচালক, এজেন্টদের ক্ষতিপূরণ দিতে সম্মত হন।



বিচ্ছিন্নতা

যদি এই পরিষেবার শর্তাবলীর কোনো বিধান বেআইনি, অকার্যকর বা অপ্রয়োগযোগ্য বলে নির্ধারণ করা হয়, তবে এই ধরনের বিধান প্রযোজ্য আইন দ্বারা অনুমোদিত সম্পূর্ণ পরিমাণে প্রয়োগযোগ্য হবে, এবং অপ্রয়োগযোগ্য অংশটিকে এই শর্তাবলী থেকে বিচ্ছিন্ন বলে গণ্য করা হবে পরিষেবা, এই ধরনের সংকল্প অন্য কোনও অবশিষ্ট বিধানের বৈধতা এবং প্রয়োগযোগ্যতাকে প্রভাবিত করবে না।



সমাপ্তি

সমাপ্তির তারিখের পূর্বে সংঘটিত পক্ষগুলির বাধ্যবাধকতা এবং দায়গুলি সমস্ত উদ্দেশ্যে এই চুক্তির সমাপ্তির পরে বেঁচে থাকবে৷ এই পরিষেবার শর্তাবলী কার্যকর হয় যদি না এবং যতক্ষণ না আপনি বা আমাদের দ্বারা সমাপ্ত হয়। আপনি যেকোন সময় আমাদের এই পরিষেবার শর্তাদি বন্ধ করে দিতে পারেন যে আপনি আমাদের পরিষেবাগুলি আর ব্যবহার করতে চান না, অথবা আপনি যখন আমাদের সাইট ব্যবহার বন্ধ করবেন। যদি, আমাদের একমাত্র বিচারে, আপনি ব্যর্থ হন বা আমাদের সন্দেহ হয় যে আপনি এই পরিষেবার শর্তাবলীর কোনও শর্ত বা বিধান মেনে চলতে ব্যর্থ হয়েছেন, আমরাও নোটিশ ছাড়াই যে কোনও সময় এই চুক্তিটি বাতিল করতে পারি এবং আপনি সমস্ত বকেয়া পরিমাণের জন্য দায়বদ্ধ থাকবেন। এবং সমাপ্তির তারিখ সহ; এবং সেই অনুযায়ী আপনাকে আমাদের পরিষেবাগুলিতে অ্যাক্সেস অস্বীকার করতে পারে বা এর যে কোনও অংশ উপযুক্ত বলে মনে করা যেতে পারে। এই পরিষেবার শর্তাবলীর কোনো অধিকার বা বিধান প্রয়োগ বা প্রয়োগ করতে আমাদের ব্যর্থতা এই ধরনের অধিকার বা বিধানের মওকুফ গঠন করবে না। এই পরিষেবার শর্তাবলীর ব্যাখ্যায় কোন অস্পষ্টতা খসড়া দলের বিরুদ্ধে বোঝানো হবে না। এই পরিষেবার শর্তাদি এবং এই সাইটে বা পরিষেবার বিষয়ে আমাদের দ্বারা পোস্ট করা যে কোনও নীতি বা অপারেটিং নিয়মগুলি আপনার এবং আমাদের মধ্যে সম্পূর্ণ চুক্তি এবং বোঝাপড়া গঠন করে এবং আপনার পরিষেবার ব্যবহার পরিচালনা করে, কোনও পূর্ববর্তী বা সমসাময়িক চুক্তি, যোগাযোগ, এবং প্রস্তাবগুলি, মৌখিক বা লিখিত যাই হোক না কেন, আপনার এবং আমাদের মধ্যে (পরিষেবার শর্তাবলীর পূর্ববর্তী সংস্করণ সহ, কিন্তু সীমাবদ্ধ নয়)।



গভর্নিং আইন

এই পরিষেবার শর্তাবলী এবং যেকোন পৃথক চুক্তি যেখানে আমরা আপনাকে পরিষেবা প্রদান করি তা বাংলাদেশে ই-কমার্স নিয়ন্ত্রণকারী প্রযোজ্য আইন অনুসারে পরিচালিত হবে এবং ব্যাখ্যা করা হবে। এই ওয়েবসাইট থেকে বা এর সাথে সম্পর্কিত যেকোন এবং সমস্ত কার্যকর আইনি দাবি বা কার্যধারা অবশ্যই বাংলাদেশের একটি উপযুক্ত আদালতের এখতিয়ারের মধ্যে আনতে হবে।



পরিষেবার শর্তাবলীতে পরিবর্তন

আপনি এই পৃষ্ঠায় যেকোনো সময় পরিষেবার শর্তাবলীর সবচেয়ে সাম্প্রতিক সংস্করণ পর্যালোচনা করতে পারেন। আমরা আমাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে, আমাদের ওয়েবসাইটে আপডেট এবং পরিবর্তন পোস্ট করার মাধ্যমে এই পরিষেবার শর্তাবলীর যেকোনো অংশ আপডেট, পরিবর্তন বা প্রতিস্থাপন করার অধিকার সংরক্ষণ করি। পরিবর্তনের জন্য পর্যায়ক্রমে আমাদের ওয়েবসাইট চেক করা আপনার দায়িত্ব। এই পরিষেবার শর্তাবলীতে কোনও পরিবর্তন পোস্ট করার পরে আমাদের ওয়েবসাইট বা পরিষেবার আপনার ক্রমাগত ব্যবহার বা অ্যাক্সেস সেই পরিবর্তনগুলির স্বীকৃতি গঠন করে।



যোগাযোগ করুন

এই শর্তাবলী সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে, অনুগ্রহ করে আমাদের সাথে+8801301179663এ যোগাযোগ করুন।
Groplaza
Groplaza

Hello! 👋🏼 What can we do for you?

05:40